০৬ নং হরগজ ইউনিয়নটি ঢাকা বিভাগের, মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া উপজেলার, পশ্চিম পাশে হরগজ গ্রামটি অবস্থিত। এই গ্রাম টি হুরের মত লম্বা এবং এলোপাথারি সৈন্দর্য পথ দ্বারা ঘঠিত। এর আয়তন 1144 বর্গ কিলোমিটার। এই গ্রামের লোকসংখ্যা ১৯৬৪৬ জন। গ্রাম টির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি। এবং মাধ্যমিক বিদ্যালয় একটি। মাদ্রাসা একটি। কবর স্থান একটি। এই গ্রামে সব কিছুই চাষাবাদ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস