হরগজ ইউনিয়নে একটি হাট ও বাজার রয়েছে, যার নাম: হরগজ বাজার
বাজার প্রতিদিন সকালে এবং হাট সপ্তাহে রবিবার বসে, উল্লেখ্য এই হরগজ হাটেই বিশাল গরুর হাট বসে, যা সাটুরিয়া উপজেলার লোকজন ছাড়াও আশে পাশের টাঙ্গাইল, মানিকগঞ্জ সদর ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলার পাইকার ও গরু- ছাগলের ক্রেতা ও বিক্রেতাগনের সমাগম ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস